দিল্লিতে সিএসসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ড. খলিলুর রহমান

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৬:০৩:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৬:০৩:৫৫ পূর্বাহ্ন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ স্তরের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণেই তিনি এই আঞ্চলিক নিরাপত্তা প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন।
 
অন্তর্বর্তী সরকার অঞ্চলভিত্তিক সহযোগিতা বৃদ্ধি ও বহুপাক্ষিক কাঠামোগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদারকে অগ্রাধিকার দিচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আঞ্চলিক মঞ্চে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি সেই নীতিরই ধারাবাহিকতা। গত এপ্রিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হন এবং সার্কের কার্যক্রম পুনরুজ্জীবনে উদ্যোগী ভূমিকা রাখছেন।
 
ড. খলিলুর রহমান ইতিমধ্যে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দিয়ে চীনের কুনমিংয়ে আয়োজিত চায়না–ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে অংশ নিয়েছিলেন। নয়াদিল্লির সিএসসি বৈঠকে তাঁর অংশগ্রহণকেও আঞ্চলিক নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]