৯ দিনে এনসিপির কাছে বিক্রি হলো ১ হাজারের বেশি মনোনয়ন ফরম

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:০৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:১৫:৫১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন ফরম বিক্রিতে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিক্রি কার্যক্রমের প্রথম নয় দিনে দলটি মোট ১০১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
 

তিনি জানান, চিকিৎসক, শিক্ষক, আলেমসহ বিভিন্ন পেশার মানুষ ফরম সংগ্রহ করছেন এবং আগ্রহের মাত্রা বাড়ায় ফরম বিক্রির সময়সীমা বাড়ানো হয়েছে। এনসিপি তাদের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩ হাজার ফরম বিক্রি।
 

দলটির মনোনয়ন প্রত্যাশীদের আবেদন জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৩ নভেম্বরই ছিল মনোনয়ন সংগ্রহের শেষ দিন, তবে সেটি বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের ক্ষেত্রে দুটি পদ্ধতি রাখা হয়েছে—
১) অনলাইনে দলীয় ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।
২) অফলাইনে সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]