ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অডিটে ব্যাপক অনিয়ম ধরা পড়ার পর প্রায় ১৭ হাজার অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। তদন্তে দেখা গেছে— যেসব ড্রাইভারের কাছে লাইসেন্স ছিল, তাদের বড় একটি অংশ বর্তমানে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি রাখে না।
অভিবাসন নীতিতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই এ সিদ্ধান্ত বড় ধরনের রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন পরিবহন বিভাগ জানায়, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে লাইসেন্সগুলো ‘বেআইনিভাবে’ এমন বিদেশি ড্রাইভারদের দেওয়া হয়েছিল, যাদের তারা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে। সংশ্লিষ্ট ড্রাইভারদের ৬০ দিনের মধ্যে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত আগস্টে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী এক ট্রাকচালক ফ্লোরিডায় তিনজনকে চাপা দিয়ে হত্যা করেন। ওই ঘটনার পর থেকে বাণিজ্যিক ট্রাক ও বাস চালনায় অননুমোদিত অভিবাসীদের অংশগ্রহণ ঠেকাতে ট্রাম্প প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নিতে শুরু করে।
তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য বলে আখ্যা দিয়েছেন। তার কার্যালয় দাবি করে, লাইসেন্স বাতিল হওয়া ড্রাইভারদের সবারই তখন বৈধ ফেডারেল ওয়ার্ক পারমিট ছিল এবং এসব লাইসেন্স নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই ইস্যু করা হয়েছিল— তাই সেগুলো নিয়মবহির্ভূত নয়।
এদিকে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেছেন, ক্যালিফোর্নিয়ায় সেমি-ট্রাক বা স্কুলবাস চালানো কোনো অনিয়মিত অভিবাসীই শেষ পর্যন্ত স্টিয়ারিংয়ের পেছনে থাকতে পারবে না।
লজিস্টিকস প্রতিষ্ঠান ফ্রেমন্ট কনট্র্যাক্ট ক্যারিয়ারস-এর তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় ১ লাখ ৩০ হাজারের বেশি ট্রাকচালক আছেন। যুক্তরাষ্ট্রের দুটি বড় সমুদ্রবন্দর ও বিপুল কৃষি উৎপাদনের কারণে অঙ্গরাজ্যটিতে ট্রাকচালকের চাহিদা দেশের সবচেয়ে বেশি।
তথ্যসূত্র: ফক্স নিউজ