সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৩৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৩৯:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আকিক মিয়া মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। পরে একই গ্রামের তানবির মিয়ার সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে। দুই শিশু খেলাধুলার একপর্যায়ে পুকুরে পড়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]