নির্বাচনের পর বাংলাদেশে আসবে আইএমএফ মিশন, ষষ্ঠ কিস্তি ছাড় হবে নতুন সরকারের সঙ্গে আলোচনার পর

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৯:৩৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৯:৩৮:১১ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরই বাংলাদেশে আসবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। নতুনভাবে গঠিত সরকারের সঙ্গে আলোচনার পরই ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ মিশনপ্রধান ক্রিস পাপাজর্জিউ।

এর আগে দুই সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করে আইএমএফ প্রতিনিধি দল দেশটির সামষ্টিক অর্থনীতি, রাজস্ব আদায়, ব্যাংক খাত ও মুদ্রানীতিসহ সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা জানান, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলেও কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো দৃশ্যমান নয়।

আইএমএফ জানায়, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংস্কার প্রক্রিয়া এগোলেও জিডিপির তুলনায় রাজস্ব আদায় এখনো বিশ্বের অন্যতম কম। পাশাপাশি ব্যাংক খাতের সংস্কার ও মুদ্রানীতির কঠোরতা সত্ত্বেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় সীমিত অভ্যন্তরীণ আয়ের মধ্যেও নতুন পে কমিশন গঠনের আলোচনা শুরু হওয়ায় সরকারি ব্যয়ের চাপ বাড়ছে।

প্রতিনিধি দল জানায়, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার লক্ষ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছে। বাংলাদেশে চলমান আর্থিক পরিস্থিতি ও সংস্কার কার্যক্রমের বাস্তব চিত্র যাচাই করতেই এই সফর ছিল মূলত পর্যবেক্ষণধর্মী।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]