মার্কিন সরকারের শাটডাউন অবসানে কংগ্রেসে বিল পাস, প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষা

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১১:০২:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১১:০২:২৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউন বা অচলাবস্থার অবসান ঘটাতে কংগ্রেসে বিল পাস হয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) রাতে প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বিলটি পাস হয়। এর আগে সিনেটেও এটি অনুমোদন পায়। এখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষর হলেই বিলটি আইনে পরিণত হবে।
 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটে ২২২ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন, যার মধ্যে ছয়জন ছিলেন ডেমোক্র্যাট। অপরদিকে ২০৯ জন ভোট দেন বিরোধিতা করে, যাদের মধ্যে দুজন রিপাবলিকানও রয়েছেন।
 

গত ১ অক্টোবর থেকে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মতবিরোধের জেরে যুক্তরাষ্ট্রে এই শাটডাউন শুরু হয়। এর ফলে প্রায় সাত লাখ ৩০ হাজার সরকারি কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায় এবং আরও ছয় লাখ ৭০ হাজার কর্মী বেতন ছাড়া ছুটিতে যেতে বাধ্য হন।
 

অর্থনৈতিক স্থবিরতা ও কর্মসংস্থান সংকটে দেশজুড়ে ব্যাপক চাপের মধ্যে পড়ে ট্রাম্প প্রশাসন। অবশেষে গত সোমবার (১০ নভেম্বর) সিনেটে ৬০-৪০ ভোটে বিলটি অনুমোদিত হয়। নতুন এই বিল সরকারের অর্থায়ন আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নিশ্চিত করবে। এর ফলে দীর্ঘ ছয় সপ্তাহ বেতনবঞ্চিত সরকারি কর্মীরা এখন তাদের পাওনা বেতন পাবেন।
 

তবে সিডনি বিশ্ববিদ্যালয়ের মার্কিন অধ্যয়ন কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডেভিড স্মিথ সতর্ক করে বলেছেন, “এটি কেবল অস্থায়ী সমাধান। জানুয়ারির মধ্যে নতুন চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও সরকারি অচলাবস্থার মুখে পড়তে পারে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]