তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, রাজধানীতে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ড

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:১৫:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:১৫:০৭ পূর্বাহ্ন
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি।
 
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানান, “রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।” সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।
 
এটি রাজধানীতে সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের অংশ। ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিক্ষোভের কর্মসূচির প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে গাজীপুরে তিনটি, সাভারের আশুলিয়ায় একটি, মোহাম্মদপুরে একটি স্কুলে পেট্রোল বোমা, মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন, কাকরাইলে রমনা থানার সামনে পুলিশের পিকআপ ভ্যান ও উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগে।
 
এছাড়া সন্ধ্যায় দোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে এক বাস আগুনে পুড়ে যায়। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
এর আগে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিনটি গাড়িতে আগুনের ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর পর্যন্ত রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক প্রাণ হারান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]