রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলাকালে দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে থানার সামনে ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রামাণ্যচিত্র প্রদর্শন চলার সময় হঠাৎ দুটি বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুর রহমান বলেন, “সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদনে আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শন চলছিল। ওই সময় কে বা কারা দুইটি পটকার বিস্ফোরণ ঘটায়। আমরা ঘটনাস্থল থেকে পটকার আলামত পেয়েছি। ককটেল নয়।”
তিনি আরও জানান, “অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি এবং সময়মতো প্রদর্শনী শেষ হয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”