ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্ক করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির সামনের অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী-চট্টগ্রাম রুটের রনি-রানা পরিবহনের একটি বাস নিয়মিত মহাসড়কের ঢাকামুখী লেনে রাতের দিকে পার্ক করা থাকে। রাত ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে আশপাশের মানুষ চিৎকার শুরু করলে স্থানীয়রা দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের চালক আসনসহ ভেতরের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হোসেন বলেন, “প্রতিদিন এখানেই বাসগুলো পার্ক করে রাখা হয়। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে দেখি, আগুন লেগে গেছে। সবাই মিলে পানি এনে নেভানো হয়, না হলে পুরো বাসটাই পুড়ে যেত।”
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিতভাবে আগুন ধরানো হয়েছে।”
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, “এটি নাশকতার ঘটনা কিনা তা তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”