বিশ্বের প্রথম শূন্য কার্বন সার্টিফায়েড মসজিদের স্বীকৃতি পেল দুবাইয়ের আল রাইয়ান মসজিদ

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৬:৩৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:৩৯:৫৭ অপরাহ্ন

দুবাইয়ের হাট্টা অঞ্চলের আল রাইয়ান মসজিদ বিশ্বের প্রথম শূন্য কার্বন সার্টিফায়েড মসজিদের স্বীকৃতি অর্জন করেছে। উপাসনালয় হিসেবে এ ধরনের স্বীকৃতি এই প্রথম, যা নিশ্চিত করেছে দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি (ডিইডাব্লিউএ)। স্বীকৃতিটি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশ সংস্থা ইউ.এস. গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC)।

এর আগে ২০১৪ সালে মসজিদটি পেয়েছিল LEED Zero Energy Certification এবং ২০২১ সালে অর্জন করেছিল LEED Platinum Certification—যা টেকসই ভবনের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। এবারকার অর্জনটি মসজিদের তৃতীয় বৈশ্বিক পরিবেশ–নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিইডাব্লিউএ জানায়, আল রাইয়ান মসজিদ নিজের বার্ষিক কার্বন নিঃসরণের ১৭৫ শতাংশ পর্যন্ত অফসেট করেছে—অর্থাৎ এটি পুনঃনবীকরণযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে নিঃসরণের তুলনায় বেশি পরিমাণে পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলেছে। ফলে এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং টেকসই স্থাপত্য ও পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, বর্তমানে দুবাইজুড়ে ডিইডাব্লিউএর তত্ত্বাবধানে ১০টি LEED সার্টিফায়েড সবুজ ভবন রয়েছে এবং তারা আরও অনেক টেকসই স্থাপনা নির্মাণে কাজ করছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাট্টার এই মসজিদ প্রমাণ করেছে—ইবাদতের স্থানও হতে পারে পরিবেশরক্ষার অনুপ্রেরণার উৎস, যা আধ্যাত্মিকতা ও স্থায়িত্বশীল উন্নয়নের সুন্দর সমন্বয় তৈরি করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]