নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি হবে জাতির ঐতিহাসিক মুহূর্ত: ড. ইউনূস

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৬:০৭:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:০৭:৩৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আসন্ন নির্বাচন জাতির ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে তিনি প্রতিনিধি দলকে নির্বাচনের প্রস্তুতি এবং চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার ও রোহিঙ্গা সংকট মোকাবেলার সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করে। রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস বলেন, “তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবর্তন ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।”

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার মানবিক ও কূটনৈতিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশ্বাসও দেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]