ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিল চীন

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১৫:২৯ অপরাহ্ন
দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। দেশের ৬২টি জেলায় ছড়িয়ে পড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে কিছু এলাকায়।
 
এই পরিস্থিতিতে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিয়ে সহায়তা করেছে চীন সরকার। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে একটি অনুষ্ঠানে বাংলাদেশে চীনা দূতাবাসের কর্মকর্তা ড. লিউ ইউয়িন স্বাস্থ্য অধিদফতরের কাছে ১৯ হাজার সেট ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করেন।
 
অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে এই সহায়তা দিয়েছে চীন এবং ভবিষ্যতেও যেকোনো জরুরি পরিস্থিতিতে সহযোগিতা অব্যাহত থাকবে।
 
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে এবং রেড জোনগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি সবাইকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]