ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৫:৫৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৫:৫৫:১২ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ সব হলের খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি মো. সোহরাওয়ারদী ও বিচারপতি দিহিদার মাসুম কবীরের বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।
 
২০১২ সালে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি জনস্বার্থে আদালতের দৃষ্টি আকর্ষণ করে এইচআরপিবি। পরে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে রিট আবেদন করে, যার পর হাইকোর্ট রুল জারি করে।
 
পরবর্তীতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল, হাজী মুহাম্মদ মহসিন হল, কবি জসিম উদ্দিন হল, ফজলুল হক হল, মুসলিম হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এবং রোকেয়া হলের খেলার মাঠ রক্ষায় সম্পূরক আবেদন দাখিল করা হয়। আদালত সেই আবেদনের শুনানি শেষে সব মাঠ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
 
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, “আদালত রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব খেলার মাঠ সংরক্ষণে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।”
 
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায়ের ফলে বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো খেলাধুলার জন্য সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে সেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া বা অন্য কাজে ব্যবহার করা যাবে না।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]