সরকারের ৭৪১ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে দায়ের করা ত্রুটিপূর্ণ মিসরীয় বিমান ভাড়া মামলায় সাবেক বিচারপতি এ এফ এম মেসবাহ উদ্দিনসহ তিন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আসামিপক্ষের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জামিন পাওয়া তিন আসামি হলেন—সাবেক বিচারপতি এ এফ এম মেসবাহ উদ্দিন, বিমানের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ এবং সাবেক পরিচালক ফজলে কবির।
আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার পর তারা বুধবার আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য পুরনো ও ত্রুটিপূর্ণ বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দুটি লিজ বা ভাড়ায় এনে সরকারের বিপুল আর্থিক ক্ষতি করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
এর আগে ৫ নভেম্বর এই মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাসহ মোট ১৮ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আদালত আমলে নেন। একই দিনে সাত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ১৮ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পরিচালক খোরশেদ আলম চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) আবু এসরার, মেজর জেনারেল (অব.) আবুল হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল আহমেদ।