নৌকা ডুবে ২১ রোহিঙ্গার মৃত্যু

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন

মালয়েশিয়া ও থাইল্যান্ড উপকূলে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা দুটি।


যৌথ বিবৃতিতে সংস্থা দুটি জানায়, প্রায় ৭০ জনকে বহনকারী নৌকাটি ডুবে যায়। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে। থাইল্যান্ডসহ দুই দেশের উপকূল থেকে দুই কিশোরীসহ ২১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা বাকিদের এখনও কোনো খোঁজ মেলেনি।


ইউএনএইচসিআর ও আইওএম মালয়েশিয়া কর্তৃপক্ষ এবং স্থানীয়দের জীবনরক্ষাকারী প্রচেষ্টার প্রশংসা করেছে। সংস্থাগুলো জানিয়েছে, তারা জীবিতদের সহায়তায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে প্রস্তুত।


ইউএনএইচসিআর এবং আইওএম সম্ভাব্য প্রাণহানির মাত্রা সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন। কারণ কমপক্ষে আরও একটি নৌকা এখনও সমুদ্রে রয়েছে বলে জানা গেছে। ওই নৌকাটিতে আরও ২৩০ জন যাত্রী রয়েছে।
ইউএনএইচসিআর ও আইওএম জানায়, চলতি বছরের এখন পর্যন্ত পাঁচ হাজার ৩০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ এবং মিয়ানমার থেকে বিপজ্জনক সামুদ্রিক যাত্রা শুরু করেছে। যার মধ্যে ৬০০ জনেরও বেশি নিখোঁজ বা তাদের জীবন হারিয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]