মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৮:৪১ অপরাহ্ন
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে উত্তেজিত জনতার পিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার আকিবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন—হাবিবুর রহমান ওরফে কবির হোসেনের স্ত্রী রোকসানা বেগম রুবি (৪৭), তাদের ছেলে রাসেল মিয়া (৪০) ও মেয়ে তাসপিয়া আক্তার হ্যাপি ওরফে জোনাকি (২৯)। আহত রুমা আক্তার (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
 
স্থানীয়রা জানান, নিহতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বাড়িটি ‘মাদকের আখড়া’ হিসেবে পরিচিত ছিল। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা সকালে তাদের বাড়িতে হামলা চালায় এবং গণপিটুনিতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
 
ওসি মাহফুজুর রহমান ও পুলিশ সুপার মো. নাজির আহম্মদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]