জর্জিয়া ও আজারবাইজান সীমান্ত এলাকায় তুরস্কের একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২০ জন তুর্কি সেনা সদস্য সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউরো নিউজ।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আজারবাইজান থেকে উড্ডয়ন করা সি-১৩০ বিমানটি তুরস্কে ফেরার পথে জর্জিয়া-আজারবাইজান সীমান্ত অঞ্চলে বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি খাড়া কোণে নিচে নামতে নামতে আকাশে সাদা ধোঁয়ার রেখা তৈরি করছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে আমাদের একটি সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।” তিনি আরও বলেন, “সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। আল্লাহ আমাদের শহীদ সেনাদের প্রতি দয়া করুন।”
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা ঘটনাস্থলে কাজ করছে।
দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও। এক বিবৃতিতে তিনি বলেন, “তুর্কি বিমানবাহিনীর কার্গো বিমানের দুর্ঘটনায় সেনা সদস্যদের প্রাণহানির সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে আমি তুরস্কের প্রেসিডেন্ট, নিহতদের পরিবার ও পুরো তুর্কি জাতির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”