ওমানে থাকা প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। রেসিডেন্ট কার্ড বা আকামার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, দেশটির ‘সিভিল স্ট্যাটাস আইন’-এর নির্বাহী প্রবিধানের কিছু ধারা সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত জারি করেছেন ওমান পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকি।
নতুন বিধিমালা অনুযায়ী, রেসিডেন্ট কার্ডের মেয়াদ নির্ধারিত শর্ত অনুযায়ী সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত করা যাবে। তবে প্রতি বছর নির্দিষ্ট ফি প্রদান করে মেয়াদ শেষের ৩০ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে।
নতুন ফি কাঠামো:
-
বার্ষিক নবায়ন ফি: ৫ রিয়াল
-
কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে পুনঃপ্রদানের ফি: ২০ রিয়াল
এর আগে চলতি বছরের আগস্টে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে তিন বছর করা হয়েছিল।
২০২৫ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, বর্তমানে ওমানে প্রায় ১৮ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। তাদের মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার এবং গৃহকর্মী হিসেবে প্রায় ৩ লাখ ৪৯ হাজার কর্মী কাজ করছেন।