রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটে বাসে আগুন, তদন্তে নেমেছে পুলিশ

আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৭:৫৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৭:৫৭:৫৯ অপরাহ্ন

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গেটে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
 

ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “সূত্রাপুরে ফায়ার সার্ভিসের গেটের সামনেই মালঞ্চ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। আমাদের টিম দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলে।”
 

তবে ঘটনাটিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ বা কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
 

স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]