সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১২ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্ষমতা বজায় থাকবে।
সরকার জানায়, নির্দিষ্ট সময়সীমায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সেনা কর্মকর্তারাও নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর দুটি মাসের জন্য সশস্ত্র বাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়। পরে পরিস্থিতি বিবেচনায় কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়। চলমান মেয়াদ শেষে আরও তিন মাসের বেশি সময় ক্ষমতা বহাল রাখার সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।