নাটোরে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড

আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৩:২২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৩:২২:২৬ অপরাহ্ন

নাটোরের নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় আদালত যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর বারোটার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান রায় ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যাবহারিক পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থী বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে ছিলেন। প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ওই ঘটনায় ছাত্রীর মা গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র‍্যাব প্রধান শিক্ষককে গ্রেফতার করে।

তদন্তে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলেও, আদালত দুজনকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র ফিরোজ আহমেদকে আসামি হিসেবে বিচার করেন। সাক্ষ্য গ্রহণ, তথ্য বিশ্লেষণ ও যুক্তি তর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মুন্সী আবুল কালাম আজাদ জানিয়েছেন, রায় কর্তৃপক্ষের পক্ষ থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য এবং বাদীপক্ষও এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]