চলতি অর্থবছরের শুরুতে চাল-গমের মজুত ১৭.৬৪ লাখ টন

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৫৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৫৯:২১ অপরাহ্ন
বৃহস্পতিবার (৩ জুলাই) খাদ্য মন্ত্রণালয় জানায়, নতুন অর্থবছরের শুরুতে দেশে চাল ও গমের মোট মজুত দাঁড়িয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টনে, যা আগের বছরের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।
 
গত বছরের ১ জুলাই মজুত ছিল ১৪.৭৩ লাখ টন, এর মধ্যে চাল ১০.৬০ লাখ টন এবং গম ৪.১৩ লাখ টন। এ বছর চালের মজুত বেড়ে হয়েছে ১৫.৪১ লাখ টন। তবে অভ্যন্তরীণ উৎস ও আমদানিকৃত গমের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুত কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ মেট্রিক টন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]