বঙ্গোপসাগরে আটকে পড়া মাছ ধরার ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার করল নৌবাহিনী

আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৩:০১:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৩:০২:১২ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৪ জন জেলেকে সফলভাবে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১০ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাহিনী কর্তৃপক্ষ।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর বানৌজা অপরাজেয় জাহাজ সোমবার নিয়মিত টহল অভিযানে থাকাকালে সমুদ্রের ভাসমান অবস্থায় থাকা মদিনা-৬ নামের একটি ট্রলারকে দেখতে পায়। ট্রলারটিতে থাকা জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর তারা গভীর সমুদ্রে আটকা পড়েন এবং যোগাযোগের কোনো যন্ত্র না থাকায় সহায়তা চাওয়ার সুযোগও পাননি।
 

উদ্ধারের পর নৌবাহিনীর সদস্যরা জেলেদেরকে নিরাপদে নিয়ে এসে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। দুর্ঘটনাকবলিত এই ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া উপকূল থেকে যাত্রা শুরু করে বলে জানানো হয়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় পড়ে।
 

নৌবাহিনী উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের কোস্টগার্ড পশ্চিম জোন-এর কাছে হস্তান্তর করেছে। বর্তমানে উদ্ধার হওয়া সকল ২৪ জন জেলে সুস্থ আছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]