আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। দলের ও প্রার্থীর আচরণবিধি প্রকাশ করে কমিশন জানায়, এবার ইশতেহার ঘোষণার সময় একমঞ্চে দলের অঙ্গীকারনামা প্রদান ও আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় কঠোরতা, অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিষিদ্ধ, পোস্টার ও ড্রোনে বিধিনিষেধ এবং প্রতি নির্বাচনী আসনে সর্বাধিক ২০টি বিলবোর্ড অনুমোদিত হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য সমপরিমাণ অর্থদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও কমিশনের হাতে রয়েছে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় করে এবারের বিধিমালা সাজানো হয়েছে। এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারির পরই এই আচরণবিধি চূড়ান্তভাবে গেজেট করা হয়েছে।