সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দায়িত্বশীলতা জরুরি: কমিশনার

আপলোড সময় : ১১-১১-২০২৫ ০১:০১:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৫ ০১:২৩:০৫ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের ছায়া থেকে বেরিয়ে জাতিকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে (বার্ড) আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী সেশনে তিনি এ কথা বলেন।
 
কমিশনার আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রশাসন, পুলিশ ও মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষতা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এককভাবে কেউ ভালো নির্বাচন করতে পারবে না; সম্মিলিত প্রয়াসে সেটি সফল করা সম্ভব।
 
তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, “সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা আপনার দায়িত্ব। দায়িত্ব পালনকালে কোনো প্রকার চাপ, ভয় বা প্রভাবকে প্রশ্রয় দেওয়া যাবে না। নির্বাচন ব্যবস্থাপনা হচ্ছে জাতির প্রতি দায়বদ্ধতা। এটি সম্মানের বিষয়, তাই সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে।”
 
কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব আব্দুল হালিম খান, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বক্তব্য দেন। এতে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]