শীতকালীন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যাওয়ায় দেশব্যাপী অগ্নিনিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)। রাজধানীসহ বিভিন্ন এলাকায় সমাবেশ, ফায়ার ড্রিল, ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিদর্শন ও জনসচেতনতা কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে।
এফএসসিডির মিডিয়া উইংয়ের সিনিয়র স্টাফ অফিসার এম শাহজাহান সিকদার জানান, “আমরা রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে ৩৬টি কৌশলগত সমাবেশের আয়োজন করেছি। ফায়ার ড্রিল, প্রশিক্ষণ, ভিডিও প্রদর্শন ও সন্ধ্যাকালীন প্রচারণার মাধ্যমে জনগণকে ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, স্কুল-কলেজ, বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন, শপিং মল, বাজার, কারখানা ও বস্তি এলাকা কার্যক্রমের মূল লক্ষ্যবস্তু। শীতকালে রান্নাঘর, হিটার, কয়েল ও বৈদ্যুতিক যন্ত্রপাতির অসাবধান ব্যবহারের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যায়। এফএসসিডি পরিদর্শকরা নিয়মিত প্রতিষ্ঠান পরিদর্শন করছেন এবং নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত হলে আইনানুগ নোটিশ প্রদান করছেন।
ফায়ার সার্ভিস জনগণকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার পাশাপাশি ছোট আগুন দ্রুত নেভিয়ে ফায়ার সার্ভিসকে ১০২ হটলাইনে জানানোর আহ্বান জানাচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে অগ্নি নিরাপত্তা আইন ও বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা মূলত বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোর উপর বেশি জোর দেওয়া হচ্ছে।
সিকদার বলেন, “প্রতিরোধই সর্বোত্তম প্রতিকার। তাই জনবহুল স্থানে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে, যাতে মানুষ নিজ উদ্যোগে সতর্কতা অবলম্বন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে পারে।”
রাজধানীসহ দেশজুড়ে ধানমন্ডি, ফার্মগেট, বাবুবাজার ব্রিজ, মিটফোর্ড হাসপাতাল এলাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোড়, ভিক্টোরিয়া পার্ক, লালবাগ কেল্লা, চকবাজার, হাজারীবাগ, মতিঝিল, কমলাপুর, পোস্তগোলা, আজিমপুর, শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় স্থির সমাবেশ এবং প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।