বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ: পরিবারের উদ্বেগ, পুলিশের অনুসন্ধান চলছে

আপলোড সময় : ১১-১১-২০২৫ ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ হয়েছেন। রোববার দুপুর থেকে তার খোঁজ মিলছে না। সর্বশেষ মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুপুর ১২টা ৫৩ মিনিটে তার অবস্থান শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিখোঁজ। পরিবার ও সহকর্মীরা চরম উদ্বেগে রয়েছেন।
 
জানা গেছে, রোববার সকালে নাঈম রহমান নিয়মিতভাবে অফিসে যোগ দেন। তবে দুপুরের দিকে তিনি হঠাৎ অফিস থেকে বেরিয়ে যান, রেখে যান নিজের ব্যাগ ও পরিচয়পত্র। এরপর তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।
 
দুপুর ১২টা ৫৩ মিনিটে সহকর্মী এক কর্মকর্তাকে পাঠানো শেষ বার্তায় তিনি লিখেছিলেন, “এটাই হয়তো আমার শেষ চাওয়া”—যেখানে তিনি ছোট বোনের চাকরির বিষয়ে অনুরোধ করেছিলেন। বার্তাটি দেখে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন।
 
সহকর্মীদের বরাতে জানা গেছে, দায়িত্বশীল ও শান্ত-স্বভাবের কর্মকর্তা হিসেবে নাঈম রহমান পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
 
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, “আমরা নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন এখন গভীর উদ্বেগে আছেন। কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।”
 
ইতোমধ্যে তার নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ ধরে অনুসন্ধান চলছে। এখন পর্যন্ত কোনও সূত্র পাওয়া যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]