
বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করা হয়েছে।
ফারুকী লেখেন, “জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ আইডিয়াটি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। অনেকেই মনে করছিলেন এটি তেমন ভালো সিদ্ধান্ত নয়।”
তিনি জানান, নানা আলোচনার পর কর্মসূচিটি আবারও অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু বড় কর্মসূচিতে কখনো কখনো কিছু ভুল থেকে যায়।
পোস্টে তিনি বলেন, “আপনাদের মতামতের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি—এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করা হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে।”
তিনি লেখেন, “লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।”