নারীদের কর্মঘণ্টা কমিয়ে সমাজে সম্মান বৃদ্ধি: জামায়াতের প্রতিশ্রুতি

আপলোড সময় : ১০-১১-২০২৫ ১০:৪৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ১০:৫১:০০ অপরাহ্ন

বাংলাদেশ  জামায়াতে ইসলামীর আমির ডা. মফিকুর রহমান বলেছেন, নারীদের কাজের সময় ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা করার বিষয়টি এখনো পরিপূর্ণভাবে চূড়ান্ত হয়নি। সোমবার (১০ নভেম্বর) জামায়াতের ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়া আয়োজিত সমাবেশে তিনি বলেন, ক্ষমতায় এলে নারীদের পাঁচ ঘণ্টার কর্মঘণ্টা বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি, কোনো কোম্পানি যদি এই পরিবর্তনে আর্থিক ক্ষতির মুখে পড়ে, তাহলে সরকার তিন ঘণ্টার জন্য ভর্তুকি প্রদান করবে। কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা যদি ঘরে সময় দেন, দক্ষিন সরকার তাদের সম্মান প্রদানে উদ্যোগ নেবে।

সমাজের বিভিন্ন অসংগতি ও আবর্জনার বিরুদ্ধে সংগ্রাম করার প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সমাজে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন, যা একটি সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। সমাজের দূষণ ও আবর্জনা দূরীকরণের যুদ্ধ সবাইকে অংশগ্রহণ করতে হবে।

ডা. শফিকুর রহমান যুবকদেরকে এই ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সোনালি সমাজ গঠনে তারা নেতৃত্ব দিবেন।

শিশুদের অধিকার নিশ্চিতকরণে রাষ্ট্রের দায়িত্বের কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, শিশুদের মধ্যে কোনও পার্থক্য করা হবে না এবং সব শিশুকে সমান অধিকার প্রদানের নিশ্চয়তা দেবে সরকার।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচিত হলে জনগণের সমস্যাগুলোর সমাধানে নিজ প্রচেষ্টা চালিয়ে সমস্যা সমাধানে পয়সা খরচ করে তার কাছে আসার প্রয়োজন পড়বে না; বরং দলের পক্ষ থেকে ঘরে-ঘরে গিয়ে কাজ করা হবে এবং প্রয়োজন অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান আনা হবে।
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]