অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, শ্রেণিকক্ষে ফিরছেন মঙ্গলবার

আপলোড সময় : ১০-১১-২০২৫ ১০:৪০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ১০:৪০:৪৪ অপরাহ্ন
অর্থ মন্ত্রণালয়ের লিখিত আশ্বাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের চলমান আন্দোলন স্থগিত করেছেন। বেতন কাঠামো ১১তম গ্রেডে উন্নীত করার প্রতিশ্রুতি পাওয়ার পর তারা ঘোষণা দিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শ্রেণিকক্ষে ফের শিক্ষাদান শুরু করবেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি।
 
তিনি বলেন, “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের লিখিতভাবে জানিয়েছে যে, সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব ইতোমধ্যে পে কমিশনে পাঠানো হয়েছে। কমিশন থেকে চূড়ান্ত সুপারিশ আসলেই তা অর্থ মন্ত্রণালয়ে যাবে।”
 
খায়রুন নাহার আরও জানান, “যেহেতু মন্ত্রণালয় এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা এটিকেই প্রজ্ঞাপনের সমতুল্য হিসেবে বিবেচনা করছি। এটি আমাদের জন্য একটি প্রাথমিক বিজয়। তাই মন্ত্রণালয়ের আশ্বাসে আমরা আস্থা রাখছি এবং সব কর্মসূচি প্রত্যাহার করছি।”
 
এর আগে গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষক আহত হন। পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় আশ্রয় নেন। সেখান থেকেই শুরু হয় টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি।
 
আন্দোলন চলাকালে শিক্ষকদের তিন দফা দাবি ছিল—
প্রথমত, সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান; দ্বিতীয়ত, উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান; এবং তৃতীয়ত, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
 
আন্দোলন স্থগিতের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে প্রাথমিক শিক্ষাব্যবস্থায়, যা দীর্ঘ কয়েকদিনের অচলাবস্থার অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]