ঢাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:৫৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:৫৪:৫৯ অপরাহ্ন

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে জারি করা নির্দেশনায় জানানো হয়, মাঠে মোতায়েন থাকা সদস্যরা দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত মোবাইল ব্যবহার করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট টিমের ইনচার্জরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
 

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রতিরোধ, এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

তিনি আরও বলেন, “যেখানে যে টিম দায়িত্বে থাকবে, সেই টিমের ইনচার্জের মোবাইল ফোন খোলা থাকবে যেন প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখা যায়।”
 

নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনায় সতর্ক করা হয়েছে।
 

একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাঠে দায়িত্ব পালনের সময় কিছু সদস্যকে প্রায়ই মোবাইলে ব্যস্ত দেখা যায়, ফলে জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া বিলম্বিত হয়। তাই এই নিষেধাজ্ঞা শুধু দায়িত্বকালীন সময়ের জন্যই প্রযোজ্য।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]