নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগানযুক্ত এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা, রাজধানীতে ২৫ জন গ্রেফতার

আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৯:৪৮:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৯:৪৮:০৯ পূর্বাহ্ন

রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগান–সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

রবিবার (৯ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই তথ্য ডিএমপির সরকারি সংবাদমাধ্যম ডিএমপি নিউজ-এও প্রকাশ করা হয়েছে।
 

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, তারা রাজধানীতে আকস্মিক মিছিলের (ঝটিকা মিছিল) মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনা করছিলেন। পাশাপাশি, ১০–১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান–সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোরও পরিকল্পনা ছিল তাদের।
 

ডিবির বিভিন্ন বিভাগের যৌথ অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছেন—মিরপুর বিভাগ থেকে তিনজন, রমনা বিভাগ থেকে তিনজন, সাইবার সিকিউরিটি বিভাগ থেকে দুজন, মতিঝিল বিভাগ থেকে চারজন, ওয়ারী বিভাগ থেকে পাঁচজন, উত্তরা বিভাগ থেকে দুজন, তেজগাঁও বিভাগ থেকে দুজন, লালবাগ বিভাগ থেকে তিনজন এবং গুলশান বিভাগ থেকে একজন।
 

ডিবি সূত্রের বরাত দিয়ে ডিএমপি নিউজ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে এমন অভিযান চলমান থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]