জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে নতুন মূল্যায়ন পদ্ধতি, ফাইনাল পরীক্ষায় ৮০% নম্বর

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:৪০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:৪০:৩১ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা ও মূল্যায়ন কাঠামোতে বড় পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে প্রতি কোর্সের মোট নম্বরের ৮০ শতাংশ থাকবে ফাইনাল পরীক্ষায় এবং ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নে (Continuous Assessment) নির্ধারিত হবে।
 
আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তত্ত্বীয় কোর্সের প্রশ্নপত্রের ধরণ, পরীক্ষার সময় ও ধারাবাহিক মূল্যায়নের পদ্ধতিতে এই পরিবর্তন কার্যকর হবে।
 
প্রজ্ঞাপন অনুযায়ী, ৪ ক্রেডিট কোর্সে ১২টি প্রশ্নের মধ্যে ৮টির উত্তর দিতে হবে; পূর্ণমান ৮০, সময় ৪ ঘণ্টা। ৩ ক্রেডিট কোর্সে ৯টির মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে; পূর্ণমান ৬০, সময় ৩ ঘণ্টা। ২ ক্রেডিট কোর্সে ৬টির মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে; পূর্ণমান ৪০, সময় ২ ঘণ্টা। প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বোচ্চ তিনটি উপপ্রশ্ন (ক, খ, গ বা a, b, c) থাকতে পারবে।
 
ধারাবাহিক মূল্যায়নে— ৪ ক্রেডিট কোর্সে অ্যাসাইনমেন্ট ও কুইজে ৫, ক্লাস উপস্থিতিতে ৫, ইন-কোর্স পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ থাকবে (মোট ২০)। ৩ ক্রেডিট কোর্সে মোট ১৫ এবং ২ ক্রেডিট কোর্সে মোট ১০ নম্বর ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে।
 
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে, এবং এই পরিবর্তনের লক্ষ্য শিক্ষার্থীদের ধারাবাহিক শেখার প্রবণতা বৃদ্ধি ও মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]