পিডিবি, জলবায়ু ট্রাস্ট ও যশোর হাসপাতালে দুর্নীতির অভিযোগে দুদকের একাধিক অভিযান

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:৩৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:৩৮:৩৪ অপরাহ্ন
দুর্নীতির অভিযোগে দেশের তিনটি গুরুত্বপূর্ণ খাতে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার পিডিবি চট্টগ্রাম, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (বিসিসিটি) এবং যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে কমিশনের বিভিন্ন টিম।
 
চট্টগ্রামে পিডিবির আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগে প্রকিউরমেন্ট আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার অভিযোগে রেকর্ডপত্র পরীক্ষা করে দুদক। অভিযানে দরপত্র, টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতার সনদ, কোয়ালিটি কন্ট্রোল ও ম্যানুফ্যাকচারার অথরাইজেশনসহ সব নথি যাচাই করা হয়। পর্যালোচনার ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
 
অন্যদিকে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (BCCT) বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে আরও একটি অভিযান পরিচালিত হয়। রাজধানীর মহাখালী এলাকায় সরেজমিন তদন্তে ৮৯টি প্রকল্পের মধ্যে ৫৪ শতাংশে অনিয়ম ধরা পড়ে। তদন্তে দেখা যায়, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক ত্রুটির মাধ্যমে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অসঙ্গতি ছিল। কমিশন শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
 
তৃতীয় অভিযানটি পরিচালিত হয় যশোর জেলার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও ওষুধ সরবরাহে অনিয়মের অভিযোগ ওঠে। দুদক টিম ছদ্মবেশে তথ্য সংগ্রহ করে দেখতে পায়, অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়, খাবারের মান ও পরিমাণে অসঙ্গতি এবং স্যালাইন ও ওষুধ সরবরাহে ঘাটতি রয়েছে। হাসপাতাল কর্মকর্তাদের ও রোগীদের বক্তব্য নিয়ে রেকর্ডপত্রের ভিত্তিতে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
 
দুদক জানায়, এসব অভিযান দুর্নীতিবিরোধী নিয়মিত তৎপরতার অংশ, এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]