ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনেই ১,০৩৭ মামলা, ডিএমপির ব্যাপক অভিযান

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:১৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:১৬:১১ অপরাহ্ন
রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে শনিবার (৮ নভেম্বর) একযোগে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দিনব্যাপী এই অভিযানে বিভিন্ন এলাকায় মোট ১,০৩৭টি মামলা দায়ের করা হয় এবং ২৭৭টি গাড়ি ডাম্পিং ও ৯৬টি রেকার করা হয়।
 
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
ট্রাফিক বিভাগের সূত্রে জানা গেছে, অভিযানে মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা, রমনা ও লালবাগ—এই আটটি বিভাগের আওতায় মামলা করা হয়েছে।
 
মতিঝিল বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়। ওয়ারী বিভাগে ৮৮টি মামলা, তেজগাঁওয়ে ১৪৬টি, মিরপুরে ১১৫টি, গুলশানে ৯১টি, উত্তরায় ১৬৫টি, রমনায় ৮৭টি এবং লালবাগে ১২১টি মামলা করা হয়।
 
ডিএমপি জানায়, ট্রাফিক আইন লঙ্ঘন রোধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা প্রতিরোধই তাদের প্রধান লক্ষ্য।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]