রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজস্ব সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। রোববার (৯ নভেম্বর) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রত্যেকে নিজের বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরার অধিকার রাখে। কেউ যদি পোশাক বা সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে কটূক্তি বা কোনো ধরনের হয়রানির শিকার হন, তবে দ্রুতই তা প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়, নারী শিক্ষার্থীদের হিজাব বা নিকাব ব্যবহারের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। কোনো পরিস্থিতিতে পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হলে তা সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে, প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তায় সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবার পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণই শিক্ষার পরিবেশকে সুন্দর, নিরাপদ ও সহনশীল রাখতে সহায়তা করবে বলে বিশ্ববিদ্যালয় আশা করে।