বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসমান ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১১:১৪:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১১:১৪:০৭ পূর্বাহ্ন
 

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল একটি মাছধরা ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তিন দিন ধরে সাগরে ভাসমান অবস্থায় থাকা জেলেদের শনিবার (৮ নভেম্বর) দুপুরে উদ্ধার করা হয়।
 

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত টহল অভিযানের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কুতুবদিয়া লাইটহাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ভাসমান অবস্থায় ট্রলারটি শনাক্ত করে। এরপর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে জেলেদের নিরাপদে উদ্ধার করা হয়।
 

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে নৌবাহিনীর সদস্যরা। পরবর্তীতে উদ্ধার হওয়া জেলেদের ও ট্রলারটিকে নিরাপদে তীরে এনে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।
 

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৬ নভেম্বর গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর পর থেকে তারা তিন দিন ধরে সাগরে ভাসমান ছিলেন।
 

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]