পুতিনের নির্দেশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১১:০৬:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১১:০৬:৩০ পূর্বাহ্ন
 

রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে এই কাজ চলছে এবং ফলাফল সম্পর্কে জনগণকে পরে অবহিত করা হবে।
 

ল্যাভরভ বলেন, “৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ বাস্তবায়নের বিষয়টি অনুমোদন করা হয়েছে। বর্তমানে এটি নিয়ে কাজ চলছে।”
 

এর আগে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ দেন। তার এই ঘোষণার পরপরই পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন বলে জানা গেছে।
 

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ট্রাম্পের ঘোষণার বিষয়ে রাশিয়া এখনো যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।
 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে সমাধানহীন অবস্থার কারণে ট্রাম্প পুতিনের সঙ্গে পরিকল্পিত শীর্ষ সম্মেলন বাতিল করেন। এছাড়া জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রথমবারের মতো রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞাও আরোপ করেছেন তিনি। সূত্র: তাস

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]