প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ, পুলিশের হামলার নিন্দা

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:৩৪:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:৩৪:৩৬ পূর্বাহ্ন
দশম গ্রেডের বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি একই সঙ্গে শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
 
শনিবার (৮ নভেম্বর) রাত ৯:৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবো—ইনশাল্লাহ।’
 
এদিকে দশম গ্রেডসহ তিন দফা দাবির বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালানোরও ঘোষণা দিয়েছেন।
 
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ শনিবার সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি নিশ্চিত করেছেন।
 
শিক্ষকদের এই কর্মবিরতি ও আন্দোলনের কারণে আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বার্ষিক পরীক্ষা পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]