দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানাল ইউরোপীয় ইউনিয়ন, হিজবুল্লাহকে সংযমের আহ্বান

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১০:১৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১০:১৬:০০ অপরাহ্ন

দক্ষিণ লেবাননে ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহসহ সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি এই আহ্বান জানান।
 

ইইউ জানায়, ইসরাইলকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব এবং ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সকল সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। আনুনি বলেন, “আমরা লেবাননের সব পক্ষকে, বিশেষ করে হিজবুল্লাহকে, এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ করছি যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে।”
 

এর আগে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসরাইল দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা শুরু করে। দেশটির দাবি, হিজবুল্লাহ আবারও সক্রিয় হওয়ায় ওই গোষ্ঠীর সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। হামলার পর ইসরাইলি সেনাবাহিনী সীমান্ত এলাকার চারটি গ্রামের বাসিন্দাদের ভবন খালি করতে নির্দেশ দেয়, জানায় তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো টার্গেট করছে।
 

অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী অভিযোগ করেছে—ইসরাইলের এই হামলা দেশটির স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে চালানো হয়েছে এবং যুদ্ধবিরতির আওতায় সেনা মোতায়েন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হয়েছে।
 

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন। একইভাবে, ইরান শুক্রবার এক বিবৃতিতে এ হামলাকে ‘বর্বর’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানায়।
 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ সংঘাত লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]