সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর বক্তব্য নিয়ে সামাজিক ও গণমাধ্যমে বিতর্কের প্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে এসএমপি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে—কমিশনারের বক্তব্যকে “ভুলভাবে উপস্থাপন” করা হয়েছে, যা সত্যের বিকৃতি।
এসএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের প্রচারকালীন সময়ে রাজনৈতিক দলগুলো যেন শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ পরিচালনা করতে পারে, সে জন্য কমিশনার পুলিশের পাশাপাশি তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত রাখতে অনুরোধ করেছিলেন। তবে কিছু সংবাদমাধ্যমে বিষয়টি এমনভাবে প্রকাশিত হয়েছে যেন কমিশনার নিজেই নির্বাচনে রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক চেয়েছেন—যা সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানায় পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সেখানে কমিশনার কেবল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
সময়সংবাদকে দেওয়া প্রতিক্রিয়ায় এসএমপির নতুন কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী (পিপিএম-সেবা) বলেন, “আইন অনুযায়ী নির্বাচনের সময় রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক মোতায়েনের কোনো সুযোগ নেই। আমি কখনো এমন আহ্বান করিনি। কিছু সংবাদমাধ্যম আমার বক্তব্যকে অন্যভাবে উপস্থাপন করেছে, যা সঠিক নয়।”
তিনি আরও যোগ করেন, নির্বাচনী সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।