শামীম সাঈদীর সতর্কবার্তা: “গেল ১৬ বছরের চেয়ে ভয়ঙ্কর নির্যাতন অপেক্ষা করছে” — ঐক্য ও মুক্ত, ন্যায্য ভোটের আহ্বান

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১০:০৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১০:০৫:১৯ অপরাহ্ন

গেল ১৬ বছরে হওয়া নির্যাতনের চেয়ে আরও ভয়ঙ্কর নির্যাতন শিঘ্রই শুরু হতে পারে — এমনই সতর্কতা উচ্চারণ করেছেন পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মো. শামীম সাঈদী। দেশ রক্ষায় প্রয়োজন হলে তিনি রক্ত দিয়েও সার্বিক প্রতিরোধে অংশ নেবেন বলে জানান। শনিবার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ঈদগাঁ মাঠে উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 

বক্তব্যে শামীম সাঈদী বলেন বর্তমানে শান্ত পরিবেশ বিরাজ করলেও ভবিষ্যৎ অনিশ্চিত—মেঘ আবার ওঠার সম্ভাবনা অস্বীকার করা যায় না—তাই রাজনৈতিক ঐক্য বজায় রাখাটাই একমাত্র বিকল্প। তিনি দাবি করেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’’ এবং এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজনীয় বলে মনে করেন।
 

অনুষ্ঠানে তিনি ক্ষমতাসীনদের সমালোচনা করে বলেন, শাসকরা বিদেশি উন্নয়ন-উদ্দেশ্যগুলি (মালেশিয়া, সিঙ্গাপুর, কানাডা) প্রচার করে থাকলেও বাস্তবে তাদের অনেকেই ব্যক্তিগতভাবে বিদেশে বাসাবাড়ি বা বসবাস স্থাপন করছে—এ ধরনের অনভিপ্রেত নীতি দেশকে বিপদে ফেলতে পারে বলে সতর্ক করেন। দেশের ভবিষ্যৎ ও অবস্থান বিবেচনা করে ভোটে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণে সচেতনতা রাখার আহ্বানও জানান তিনি।
 

তিনি স্পষ্ট করেন—প্রতিরোধ না হৈলে ‘‘ডামি নির্বাচন’’ হতে পারে, তাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান তারা। একই সভায় উপস্থিত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন বলেন তারা জনগণের সঙ্গে দাঁড়াতে চান এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীকে প্রধান মাধ্যম হিসেবে দেখেন।
 

এই বক্তৃতা ও আহ্বানের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা যায়—সমালোচকরা এটিকে নির্বাচনী রাজনীতির অংশ বলে দেখলেও সমর্থকরা এটি গণআন্দোলন ও ঐক্যের আহ্বান হিসেবে গ্রহণ করেছেন। স্থানীয় রাজনীতিতে এই ধরনের বক্তব্য সাধারণত ভোটপ্রচারের সময় তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি করে, যেখানে প্রতিদ্বন্দ্বী দলের দৃষ্টি ও রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ নবায়ন হয়ে থাকে।
 

অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন; বক্তারা দেশপ্রেম ও ঐক্যের ওপর জোর দিয়েছেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও নির্বাচনী কৌশল সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]