ভিন্নমত ও নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই একটি সভ্য গণতান্ত্রিক প্রক্রিয়া—এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারি দায়িত্ব হলো দেশের সকল নাগরিকের স্বার্থ রক্ষা করা; দলীয় স্বার্থ বাস্তবায়ন কোনো সরকারের উদ্দেশ্য হতে পারে না। শনিবার (৮ নভেম্বর) বিকেলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা জানান।
তারেক রহমান উল্লেখ করেন, ধর্ম বা গোষ্ঠী ভিন্ন হলেও নাগরিক হিসেবে সকলের পরিচয় একটিই—বাংলাদেশি। আইনের শাসনই প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ফ্যাসিবাদী শক্তির ‘গুপ্ত বাহিনী’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে; তাই গণতান্ত্রিক শক্তিকে একত্রিত থাকার আহ্বান জানান। ভবিষ্যৎ সরকার গঠন করতে পারলে ৫০ লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ ‘ফার্মার্স কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতের ভুলে না ফিরে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। সংখ্যালঘু সুরক্ষা আইনসহ বেশ কয়েকটি দাবির বাস্তবায়নে আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি।