ঢাকা–মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ‘অজ্ঞান পার্টি’ চক্রের ৯ সদস্য গ্রেফতার

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:২৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:২৩:১২ অপরাহ্ন

রাজধানী ঢাকা ও মুন্সীগঞ্জে সমন্বিত অভিযানে ‘অজ্ঞান পার্টি’ নামে পরিচিত একটি চক্রের ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিএনজি চালকদের চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয় বলে শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিবির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রয়েছেন মো. করিম মিয়া (৪৩), মো. মান্নান খান (৬৬), মনসুর ওরফে মোশারফ (৪৩), মজিবর (৫৪), জসিম (৩৭), মনির (৪৫), মো. জামাল হোসেন (৬৬), তৌহিদুল ইসলাম রবিন (২৬) এবং ইউনুস (৫০)। চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে সিএনজি ভাড়া নিয়ে চালকদের সঙ্গে মিশে চা বা পানীয়তে চেতনানাশক মেশানোর মাধ্যমে তাদের অচেতন করে ছিনতাই করে আসছিল।

ঘটনার পটভূমিতে জানা যায়, গত ১ অক্টোবর ভোরে মোহাম্মদপুরের আল্লাহ করিম বাসস্ট্যান্ডে সিএনজি চালক মো. শাহজালালকে একই কৌশলে অচেতন করে তার অটোরিকশা, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। পরে চালকের মোবাইলে যোগাযোগ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা পাওয়ার পর গাড়ি ফেরত দেওয়ার কথা জানানো হয়। এ ঘটনায় ৬ নভেম্বর মোহাম্মদপুর থানায় মামলা হয়।

মামলার পর তেজগাঁও বিভাগের ডিবির একটি দল সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। পরে ৭ নভেম্বর রাজধানীর ধোলাইপাড় এলাকায় পরিচালিত প্রথম অভিযানে চক্রের ছয়জনকে এবং মুন্সীগঞ্জের সিরাজদিখানে দ্বিতীয় অভিযানে মূলহোতা জামালসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি সিএনজি, ১ হাজার ৯০০ পিস চেতনানাশক ট্যাবলেট ও এক লাখ টাকা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতার সদস্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]