বিএনপিকে সংস্কারের বিরোধী হিসেবে দাবি করা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার মতে, যারা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে চান, তারা ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা করছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর-৬ আসনের ঘোড়াঘাট পৌরসভার ২ নং ওয়ার্ডে সাধারণ ভোটারদের সাথে উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
জাহিদ হোসেন বলেন, কিছু উপদেষ্টা দাবি করছেন বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না—যা সম্পূর্ণ অসত্য। তিনি জানান, বাংলাদেশের প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যা মূলত দেশের রাজনৈতিক সংস্কারের ভিত্তি সৃষ্টি করে। সেই ধারাবাহিকতায় বিএনপি কখনোই সংস্কারের বিরোধী নয়; বরং দলের ইতিহাসই সংস্কারের সঙ্গে যুক্ত।
তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত। অথচ কিছু মহল ‘আগে সংস্কার, আগে বিচার—তারপর গণতন্ত্র’—এমন বক্তব্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে পিছিয়ে দিতে চাইছে। বিএনপি মনে করে সংস্কার, বিচার ও গণতন্ত্র একই সঙ্গে চলতে হবে, একটিকে বাদ দিয়ে অন্যটি প্রতিষ্ঠা সম্ভব নয়।
ডা. জাহিদ জানান, বিএনপির সংস্কারপ্রবণতার প্রমাণ হিসেবে ২০২২ সালে প্রথম রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর ২০২৩ সালে বিভিন্ন রাজনৈতিক ও গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র মেরামতে ৩১ দফা রূপরেখা প্রকাশ করা হয়। তার দাবি, বিএনপি কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, “মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না।”