অক্টোবরে ২৫ হাজার রুশ সেনা নিহতের দাবি জেলেনস্কির

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:০১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:০১:০৬ অপরাহ্ন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দাবি করেছেন, শুধু অক্টোবর মাসেই ইউক্রেনীয় বাহিনীর হামলায় ২৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাম্প্রতিক ড্রোন অভিযানে রুশ বাহিনীর ওপর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হামলার ফুটেজ পর্যালোচনা করে এই সংখ্যা নিশ্চিত করেছে কিয়েভ।

জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় ড্রোন ইউনিটগুলো একের পর এক সফল অভিযানে শত্রুপক্ষের জনবল ধ্বংস করেছে। তার ভাষায়, “অক্টোবর মাসে শত্রুর ২৫ হাজার সেনা আমরা নিস্ক্রিয় করেছি। প্রতিটি হামলার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে বলেই সংখ্যাটি নিখুঁতভাবে নিশ্চিত করা সম্ভব হয়েছে। পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর এক মাসে রুশ বাহিনীর এটাই সর্বোচ্চ ক্ষতি।”

তবে তিনি সতর্ক করে বলেন, পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক শহরের পরিস্থিতি অত্যন্ত জটিল। সেখানে নিজেদের অবস্থান ধরে রাখতে ইউক্রেনীয় সেনারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]