সরকারি প্রাথমিক শিক্ষকরা বেতন কাঠামোর দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা এ সিদ্ধান্ত জানান।
দিনের আগে শাহবাগ এলাকায় সমাবেশ চলাকালে পুলিশ ব্যারিকেড অপসারণে বাধা দেয় এবং শিক্ষকরা সামনে এগোতে চাইলে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক ও একাধিক শিক্ষক আহত হন। ঘটনাস্থল ছেড়ে শিক্ষকরা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেন।
শিক্ষকদের দাবি, কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর বলপ্রয়োগ করেছে এবং এতে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। তারা জানান, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং ঘোষিত কর্মবিরতি সারাদেশেই কার্যকর থাকবে।