গণভবন এলাকায় জামায়াতে ইসলামী’র পরিচ্ছন্নতা অভিযান

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩০:১০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভবনের আবাসিক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করেছে। শনিবার (৮ নভেম্বর) শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

অভিযানের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের দলীয় প্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবেই আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আজকের এই অভিযান প্রতীকী উদ্যোগ হলেও এর মাধ্যমে এলাকাটিকে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে রূপান্তর করার লক্ষ্যে আমরা কাজ করছি।”
 

তিনি আরও বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য শুধুমাত্র এলাকা পরিস্কার রাখা নয়, বরং নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমীর আবু সাঈদ মণ্ডল এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি তারিফুল ইসলাম। উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, মাওলানা রুহুল আমিন, হাসান আল বান্না, আয়াতুল্লাহ আল খোমেনি, হুমায়ুন কবির ও মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]