কুমিল্লার চান্দিনায় বাসচাপায় ব্যবসায়ী নিহত

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১২:০৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১২:০৮:৫৩ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় আবুল হাসেম ভুঁইয়া (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে চান্দিনার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম ভুঁইয়া জেলার দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের মৃত সিরাজুল ইসলাম ভুঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হাসেম বাড়ি থেকে বের হয়ে মাধাইয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কুমিল্লাগামী রূপালী সুপার সার্ভিস নামে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]