সীতাকুণ্ডে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতার সকল পদ স্থগিত

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:০২:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:০২:৪৮ পূর্বাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের দায়িত্ব স্থগিত করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, দলীয় নীতি-আদর্শ পরিপন্থি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের সমস্ত সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পরবর্তী প্রক্রিয়া সংগঠনের বিধান অনুযায়ী পরিচালিত হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]